ফেনীতে আইজিপি কাপ কাবাডি ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
ফেনী সংবাদদাতা: ফেনীতে আইজিপি কাপ কাবাডি টুর্ণামেন্টের ফাইনালে স্বাগতিক সদর উপজেলা দল চ্যম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফাইনাল খেলায় ফেনী সদর উপজেলা দল ৫৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও দাগনভূঞা উপজেলা দল ৪২ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়। প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিজয়ী-বিজিত দলকে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার।
কাবাডি উপ-কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নাজমুস সাকিব, ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খাঁন চৌধুরী, দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ, ফেনী মডেল থানার (ওসি) তদন্ত শহীদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক শাহেদ উদ্দিন মিল্লাত, হারুনুর রশিদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মুকুট, গোলাম রাব্বানী, আমজাদ হোসেন বিপ্লব, সজীব হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন। একইদিন সকালে আইজিপি কাপ কাবাডি টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।