ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সৈয়দপুর সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুরে বুধবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ আব্দুর রহমান গাজী (৬৫) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দাগোর কান্দা গ্রামের মৃত তোফায়েল গাজীর ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে চা খাওয়ার জন্য রাবেয়ার মোড়ে এসছিলেন বৃদ্ধ আব্দুর রহমান। রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু ঘটে।
তার সাথে থাকা সঙ্গীরা জানান, তারা কয়েকজন এসেছিলেন গ্রামের একটি মসজিদে এক মাসের চিল্লায়।