সার ব্যবসায়ী কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা সদর সংবাদদাতা: চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগির হুদা গ্রামের একটি সার গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল সার উদ্ধার করা হয়েছে ।এ সময় মোবাইল কোর্টে ভেজাল সার মজুত ও বিক্রয়ের দায়ে সার ব্যবসায়ী অদ্বৈত্য কুমার সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়,গতকাল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যুগিরহুদাগ্রামের ওই গুদামে ভেজাল সার গুদামজাত করার সংবাদ পেয়ে অীভযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টেরএক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো: ওয়াশীমুল বারী। অভিযানকালে অন্তত ১শ বস্তা ভেজাল ফসফেট, ইউরিয়া ও দস্তা সার উদ্ধার করে বিনস্ট করা হয়। এ ধরনের ভেজাল সার গুদামজাত করায় যুগিরহুদা গ্রামের জতিন্দ্রনাথ সাহার ছেলেভেজাল সার ব্যবসায়ী অদ্বৈত্য কুমার সাহাকে সার ব্যাবস্থাপনা আইন,২০০৬ এর ১৭(২),(৩) ধারায় ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ,২০০৯ এর ৪১ ধারায় ভেজাল পণ্য বিক্রয়ের দণ্ডে সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদ- করা হয় এবং এ ধরনের ব্যবসা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।