নীলফামারীতে প্রতিবন্ধী শিক্ষার্থীর লাশ উদ্ধার
নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুর-পাবর্তীপুর সড়কের রূপসী বাংলা রেস্তোরাঁর পাশ্ববর্তী একটি ডোবা থেকে সম্প্রতি সজিব রহমান (১০) নামের তৃতীয় শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্র সজিব নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও সৈয়দপুর পৌরশহরের নিয়ামতপুর আদানীর মোড় মহল্লার মনছুর আলীর ছেলে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান সজিব চার দিন আগে বাড়ীর পাশ্ববর্তী একটি ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হয়। ডোবা পাশের জমিতে ধান কাটতে আসা লোকজন ডোবাতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।