শ্রীনগরে চাঁদা না পেয়ে কুপিয়ে ছাগল হত্যা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: চাঁদা না দেওয়ায় মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ধাইসার গ্রামে নির্মানাধীন একতলা বিল্ডিং এর মালিকের বাড়ীতে এসে দুটি ছাগলকে কুপিয়ে হত্যা করেন চাঁদাবাজরা। সরেজমিনে জানা যায় উপজেলার ধাইসার গ্রামে জনি মোল্লা একটি একতলা বিল্ডিং নির্মাণ করতে ছিলেন। হঠাৎ শেখ মতলবের ছেলে কালামর (৩২)-এর নেতৃত্বে সুজন (৩১) ও কুদ্দুছ (৩৪) ১৫ নভেম্বর বুধবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে নির্মাণাধীন বিল্ডিং এর মালিক জনি মোল্লার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। জনি চাঁদার টাকা দিতে অশ্বিকার করলে চাঁদাবাজরা ধারালো চাকু জনি মোল্লার গলায় ধরে। টাকা না দিলে তোকে এখনি খুন করে ফেলবো। এ সময় জনি চাঁদাবাজদের হাতে পায়ে ধরে। চাদাবাজরা চাঁদা না পেয়ে জনি বাড়ীতে থাকা ২টি গর্ভবর্তী ছাগল চাকু দিয়ে কুপিয়ে পেটের বাচ্চাসহ হত্যা করে। হত্যাকৃত ২টি ছাগলের মধ্য থেকে একটি ছাগল চাঁদাবাজেরা নিয়ে যায়। চাঁদার টাকা না দিলে তোকে ছাগলের মত কুপিয়ে হত্যা করবো। বিকেলে এই বিষয়ে জনি মোল্লা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। এই ব্যাপারে অফিসার ইনচাজ এসএম আলমগীর হোসেন জানায়, এই ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।