দুর্বৃত্তরা মাদ্রাসার গাছ কেটে সাবাড় করেছে
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: তাড়াশে দুবৃত্তরা মাদ্রাসার গাছ কেটে সাবার করেছে। জানা গেছে,গত মঙ্গলবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকজয়কৃষ্ণ পুর দাখিল মাদ্রাসা মাঠের বড় বড় ৫টি কাঠের গাছ দুবৃত্তরা কেটেছে ,যার মূল্য অর্ধ লক্ষ টাকা।
এ ব্যাপারে ঐ মাদ্রাসার সুপার মাওলানা শাহাদৎ হোসেন প্রতিকার চেয়ে তাড়াশ থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। থানায় অভিযোগ দাখিল করায় মাদ্রাসার সুপারকে প্রাণ নাশের হুমকি দিয়েছে বলে মাওলানা শাহাদৎ হোসেন জানিয়েছেন। গাছ কর্তনকারীদের হুমকির ভয়ে মাদ্রাসা সুপার আতঙ্কের মধ্যে আছেন।
তাড়াশ থানা অফিসার ইনচার্জ মনজুর রহমান জানান, পাল্টা পাল্টি ২টি অভিযোগ পত্র পাওয়া গেছে। এ ঘটনায় তাড়াশ থানার উপ- পরিদর্শক মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, গাছ কর্তনকারীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হচ্ছে।