ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
সংগ্রাম অনলাইন ডেস্ক: রাজধানীর বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে ১৭ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ভবনে কাজ করার সময় অস্থায়ী লিফট ছিঁড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর মারা যায় আরেকজন।
এ ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় বা দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। -বিডিনিউজ