সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

আইনি প্রক্রিয়ায় ভেনিজুয়েলা সংকটের সমাধান সম্ভব -চীন  

২১ সেপ্টেম্বর, ইন্টারনেট : "আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ভেনিজুয়েলার সরকার এবং জনগণ তাদের সমস্যা সমাধান করতে পারে। আর এভাবেই দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসতে পারে।" বুধবার জাতিসংঘে অধিবেশনের ফাঁকে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি।ওয়াং বলেন, "ভেনিজুয়েলার প্রতি চীনের যে সমর্থন তার পরিবর্তন হবে না। সংকট সমাধানে তারা ভেনিজুয়েলাকে সমর্থন করে যাবেন। " চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ কথা বলা হয়েছে। চীন ভেনিজুয়েলার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অনেক আগে থেকেই।চীনা পররাষ্ট্রমন্ত্রী ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্গ অ্যারেজাকে বলেন, "চীন সবসময় অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে সমর্থন করে। সেই নীতি থেকেই চীন বলছে, তারা মনে করেন, আলোচনার মাধ্যমেই দেশটির বিদ্যমান সংকট সমাধান হতে পারে। তবে তা কখনো জোরপূর্বক উপায়ে নয়, আইনি ভিত্তির মাধ্যমেই তা হতে হবে। সে বিবেচনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এ ব্যাপারে গ্রহণযোগ্য একটি পদক্ষেপ নিতে হবে।তবে তা সুষ্ঠু ও নিরপেক্ষতার আলোকে হতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ