বিদেশীদের নাগরিকত্ব দিচ্ছে কাতার

অনলাইন ডেস্ক: সৌদি জোটের অবরোধের মুখেই বিদেশিদের জন্য আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে কাতার। এখন বিদেশিরা চাইলে কাতারে স্থায়ী নাগরিক হতে পারবেন। দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকরাও সেই সুবিধা পাবেন।
কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, এ সংক্রান্ত একটি বিল মন্ত্রিসভায় পাস হয়েছে। এতে দেশটিতে বসবাসরত হাজার হাজার বিদেশি স্থায়ী নাগরিকত্ব পাবেন। নতুন এই আইনের ফলে যেসব শিশুর মা কাতারের নাগরিক এবং বাবা বিদেশি, তারাও সুবিধার আওতায় আসবেন।
শিশুটির বাবা এখন চাইলে দেশটির নাগরিক হতে পারবেন। যারা কাতারে সরকারি চাকরি করছেন, তারাও এখন সেখানকার নাগরিক হয়ে যাবেন। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বপ্রথম কাতারই এ ধরনের সুবিধা দিতে যাচ্ছে।