ঢাকা, রোববার 10 December 2023, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

সিলেটে ছাত্রলীগের স্মরণ সভায় গুলিবিদ্ধ ৩

 অনলাইন ডেস্ক: সিলেটে এক ছাত্রলীগ নেতার স্মরণ সভায় যুবলীগের দু’পক্ষের গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার কুশিঘাটের মাঠে এ ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত মার্চে শিববাড়ির আতিয়া মহলে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলাকালে পাশে বোমা বিস্ফোরণে নিহত ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমের স্মরণে রাত সাড়ে ৭টার দিকে সভা শুরু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সভা চলাকালে যুবলীগের দুই পক্ষ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপরে যুবলীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে ওই তিনজন আহত হন।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান উপস্থিত ছিলেন।

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা জাকির আহমদ খোকা, জামিল আহমদ ও সুহেল আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ