লংকান টেস্ট দলে পুষ্পকুমারা
স্পোর্টস ডেস্ক: নিজ মাঠে সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকা দলে ডাক পেয়েছেন নতুন মুখ মালিন্দা পুষ্পকুমারা। ২৭ জুলাই গল-এ শুর হওয়া ১৫ সদস্যের দলে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা এবং পেসার নুয়ান প্রদীপ।সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে না থাকলেও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ডি সিলভা। দল : রঙ্গনা হেরাথ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দিমুথ করনারতেœ, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুনারতেœ, নিরোশান ডিকবেলা, ধনঞ্চয়া ডি সিলভা, দানুষ্কা গুনাথিলাকা, দিলরয়ান পেরেরা, সুরঙ্গ লাকমাল, লাহির কুমারা, বিশ্ব ফার্নান্দো, মালিন্দু পুষ্পকুমারা, নুয়ান প্রদীপ।