খুলনায় র্যাবের হাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

খুলনা অফিস : বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে হত্যা মামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামী ইলিয়াছ শেখকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার র্যাব-৬ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
র্যাব ৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল মোড়েলগঞ্জের চন্ডিপুর বাজার এলাকায় বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে ইলিয়াছ শেখকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১৯৯৯ সালে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ওলিয়ার রহমান এবং ২০০৪ সালে একই গ্রামের তরিকুল ইসলামকে হত্যা করে বিদেশে পালিয়ে যায়। পরবর্তিতে ভাই ওলিয়ার রহমান হত্যা মামলায় ফাঁসি এবং তরিকুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয় আদালত। সম্প্রতি ইলিয়াছ শেখ এলাকায় ফিরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে।