ইন্দোনেশিয়ার বালি কারাগার থেকে সুড়ঙ্গ পথে পালালো ৪ বিদেশী বন্দী
২০ জুন, সিএনএন : ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কেরোবোকান কারাগারে গত সোমবার সুড়ঙ্গ পথে ৪ জন বিদেশী বন্দী পলায়নের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে কারাগার এলাকার আশেপাশের এলাকা সমূহ্ সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থা জারি করেছে।
সম্প্রতি ইন্দোনেশিয়াতে কারাগার থেকে বন্দী পালানোর এটি দ্বিতীয় ঘটনা। চলতি বছরের মে’মাসেই সুমাত্রার একটি কারাগার থেকে বেশ ক’জন বন্দী পালানোর ঘটনা ঘটেছিলো। কারাগার থেকে পালানো বন্দীরা কেরোবোকান কারাগারের নিচ দিয়ে প্রায় ১৫ মিটার (৫০ ফুট) দীর্ঘ একটি সুড়ঙ্গ খনন করে সেখান দিয়েই পালিয়েছে বলে দাবি করছে কারা কর্তৃপক্ষ।
পলায়ন করা বন্দীদের চিহ্নিত করতে পেরেছে কারা কর্তৃপক্ষ। তারা হলেন – অষ্ট্রেলিয়ার নাগরিক শন ডেভিডসন (৩৩), বুলগেরিয়ার দিমিতার নিকোলভ (৪৩), ভারতের সায়েদ মোহাম্মদ সাইদ (৩১) ও মালয়েশিয়ার টি কক্ কিং (৫০)।
পুলিশ কর্তৃপক্ষ বলেছে ইন্দোনেশিয়ার সব বিমানবন্দর ও নৌবন্দরের অভিবাসী নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে সতর্ক বার্তা জারি করতে বলা হয়েছে।