শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সংগ্রাম ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে ১২১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মাদক ব্যবসায়ী আচারগাঁও নাথপাড়া গ্রামের পিন্টু নন্দী, রাজগাতী খালপাড় গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এমদাদুল হক লিটন ও মাহমুদুল হাসানের ছেলে জুনায়েদ হাসান। শীর্ষ নিউজ।
গতকাল রোববার বিকেলে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার রাজগাতী ইউপির কালীগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজ থেকে তাদেরকে ১২১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

অনলাইন আপডেট

আর্কাইভ