যমজ সন্তানের বাবা হলেন রোনালদো
আবারও ‘সারোগেসি’ (ভাড়াটে গর্ভধারিণী) প্রক্রিয়ায় যমজ সন্তানের বাবা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যার একটি কন্যা, অন্যটি ছেলে। এ খবর দিয়েছে পর্তুগালের কিছু সংবাদমাধ্যম। এর আগে রোনালদোর এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’ এমন প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে এ বিষয়ে তার মা বরাবরই নীরব থেকেছেন। এর আগে ২০১০ সালে একই প্রক্রিয়ায় প্রথম সন্তানের বাবা হন ৩২ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড। ছেলেকে সযতেœ লালন করলেও তার মা কে এ প্রশ্নে সবসময় নীরব থেকেছেন তিনি। এবারও গোপন রাখছেন দুই সন্তানের মায়ের পরিচয়। তবে ধারণা করা হচ্ছে সারোগেট মা থাকেন আমেরিকার পশ্চিম উপকূলের কোনো এক জায়গায়।