মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

উইম্বলডন থেকে ছিটকে গেলেন শারাপোভা

থাইয়ের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মারিয়া শারাপোভা। ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরা রুশ তারকার জন্য এটি মোটেই সুখবর নয় বলেই সংশ্লিষ্টদের মত।
৩০ বছর বয়সী শারাপোভা ২০০৪ সালে অল ইংল্যান্ড ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন।  এক বিবৃবিতে শারাপোভা বলেছেন, স্ক্যান রিপোর্টে থাইয়ের পেশীতে ইনজুরির মাত্রা ধরা পড়েছে।  রোমে যে ইনজুরিতে পড়েছিলাম দুর্ভাগ্যবশত সে কারণেই ঘাসের কোর্টে খেলতে পারছি না।  সুস্থতার জন্য কাজ করে যাচ্ছি।  আশা করছি আগামী ৩১ জুলাই স্ট্যামফোর্ড টুর্নামেন্টে খেলতে পারবো। ১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে সাবেক এক নম্বর খেলোয়াড় গত এপ্রিলে কোর্টে ফিরে এসেছিলেন।  নিষেধাজ্ঞার কারণে র‌্যাঙ্কিং পয়েন্ট বাতিল হয়ে যাওয়ায় উইম্বডনে অংশগ্রহণের জন্য তিনি ওয়াইল্ড কাডের্র উপর নিভর্রশীল ছিলেন।  এই মুহূর্তে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী শারাপোভার র‌্যাঙ্ক ১৭৮। বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ