মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার: এসজিএস ওপেন ফিদে রেটিং দাবায় বাংলাদেশ নৌবাহিনীর বাংলাদেশ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। মিনহাজ ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন ৩জন খেলোয়াড়।
টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর মোঃ শরীফ হোসেন রানার-আপ হন, ফিদে মাস্টার রেজাউল হক তৃতীয় ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ চতুর্থ স্থান লাভ করেন। সাত পয়েন্ট করে নিয়ে পঞ্চম হতে সপ্তম স্থান লাভ করেন যথাক্রমেঃ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, এস এম স্মরন ও উতেন। সেরা মহিলা খেলোয়াড় হন মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, রেটিং ক্যাটাগরিতে পুরস্কার পান অভিক সরকার, সোঃ সোহেল হাওলাদার, ও জাবেদ আল আজাদ, আনরেটেড খেলোয়াড়ের পুরস্কার পান চাকলাদার রহমাতুর রব হাসমি, অনুর্ধ্ব-১৬ বালিকা নোশিন আঞ্জুম, অনুর্ধ্ব-১২ বালিকা জান্নাতুল ফেরদৌস, অনুর্ধ্ব-১২ বালক মাহিন আহমেদ শুভ ও অনুর্ধ্ব-১৬ বালক অমিত বিক্রম রায় পুরস্কার পান।গতকাল রোববার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা কক্ষে অনুষ্ঠিত নবম বা রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজ শরীফের সাথে ড্র করেন। চঞ্চল সোহেলকে, ফিদে মাস্টার ফিদে মাস্টার জাভেদকে, আন্তর্জাতিক মাস্টার শাকিল আন্তর্জাতিক মহিলা মাস্টার লিজাকে, উতেন মোহাম্মদ এনায়েত হোসেনকে পরাজিত করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।

অনলাইন আপডেট

আর্কাইভ