মুম্বাই মেয়রস কাপ দাবা
প্রকাশিত: সোমবার ১২ জুন ২০১৭ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস রিপোর্টার : ভারতের মুম্বাই শহরে অনুিষ্ঠত ১০ মুম্বাই মেয়রস কাপ ইন্টারন্যাশনাল ওপেন দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পঞ্চম স্থান লাভ করেছেন। জিয়া এবং আরো ৫জন খেলোয়াড় সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করে তৃতীয় স্থানের জন্য টাই করেন। টাইবেকিং এ জিয়া পঞ্চম হন। সাত পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ দ্বাদশ ও গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব পঞ্চদশ স্থান লাভ করেন।