বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

শেষ মুহূর্তেও গোলে হার এরালো ইংল্যান্ড

তিন মিনিটের মধ্যে দুই গোল হজম করে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম হারের স্বাদ পেতে বসেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয়াধের্র যোগ করা সময়ে হ্যারি কেইনের লক্ষ্যভেদে স্কটল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। এই ড্রয়ের পর ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। মাল্টাকে ২-০ গোলে হারানো স্লোভেনিয়া ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শনিবার প্রতিপক্ষের মাঠে। ২৯তম মিনিটে ইংল্যান্ডের এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট হয়।  এরিক ডিয়েরের প্রচেষ্টা রখে দিতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষক ক্রেইগ গর্ডন।  কিন্তু ডিয়েরের হেড থেকে পাওয়া বলে কেইনের নেওয়া শট পোস্টে ঢোকার আগ মুহূর্তে গোললাইন থেকে ফেরান কিয়েরান টিয়েরনে। ৬৫তম মিনিটে মার্কাস র‌্যাশফোডের্র বদলি নামা অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের দারুণ গোলে এগিয়ে যায় প্রথম লেগে নিজেদের মাঠে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানো ইংল্যান্ড।  বদলি নামার পাঁচ মিনিটের মাথায় ডান দিকে থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্সেনালের এই উইঙ্গার। ইংল্যান্ডের এগিয়ে যাওয়ার আনন্দ ৮৭তম মিনিটে মাটি করে দেয় স্কটল্যান্ড।
জো হার্টকে প্রতিরোধের কোনো সুযোগ না দিয়ে-ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন লি গ্রিফিথস।  দুই মিনিট পর স্কোরলাইন ২-১ করে দেওয়া গোলটিও ফ্রি কিক থেকেই করেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়াধের্র যোগ করা সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে ইংল্যান্ড।  রাহিম স্টার্লিংয়ের লম্বা করে বাড়ানো ক্রস থেকে পাওয়া বল ছয় গজ বক্সের ভেতর থেকে নিখুঁত ভলিতে জালে জড়িয়ে দেন অধিনায়ক কেইন।  তাতেই সমতার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ