স্প্যানিশ ইতিহাসে দামি ফুটবলার হচ্ছেন মোরাতা
নতুন মৌসুম শুরর আগেই আক্রমনভাগে শক্তি বাড়াতে মনযোগী ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। এ জন্য রিয়াল মাদ্রিদ তারকা আলভারো মোরাতাকে চাইছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। মোরাতাকে পেতে বড় অঙ্কের ট্রান্সফার ফি খরচ করতে আগ্রহী ম্যানইউ। ফর্মে থাকা মোরাতাকে ম্যানইউর কাছে ছাড়তে প্রায় ৭০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইতে পারে রিয়াল। সবকিছু ঠিক থাকলে নতুন মৌসুমের শুরতেই ম্যানইউ শিবিরে দেখা যাবে মোরাতাকে। আর তা কার্যকর হলে মোরাতাই হবেন ট্রান্সফারের হিসেবে সবচেয়ে দামী স্প্যানিশ ফুটবলার। দল বদল নিয়ে নিজের পরিকল্পনার কথা রিয়ালকে আগেই জানিয়েছেন তিনি। স্প্যানিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলার গাজিকা ম্যান্ডিয়েটা। ল্যাজিও থেকে ৪৮ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে ভ্যালেন্সিয়াতে যোগ দিয়েছিলেন তিনি। এছাড়া ৪৫ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন হুয়ান মাতা। আর ডেভিড ভিয়া আর জাভি মার্টিনেজের জন্য ৪০ মিলিয়ন ইউরো করে দিতে হয়েছিল যথাক্রমে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখকে। অন্যদিকে ৩৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে স্প্যানিশ খেলোয়াড় ফের্নান্দোকে দলে ভিড়িয়েছিল লিভারপুল।