যুব কমনওয়েলথ গেমসে দুই সাঁতারু ও দুই বক্সার অংশ নিবে
কামরুজ্জামান হিরু : যুব কমনওয়েলথ গেমসের ষষ্ঠ আসরে বাংলাদেশ দল দুটি ডিসিপ্লিনে (সাঁতার ও বক্সিং) অংশ নিবে। নয়টি ডিসিপ্লিন নিয়ে আগামী ১৯ থেকে ২৩ জুলাই বাহামার নাসাউ শহরে অনুষ্ঠিত হবে যুব কমনওয়েলথ গেমসের ষষ্ঠ আসর। সর্বশেষ যুব কমনওয়েলথ গেমসে বাংলাদেশ দল ১টি স্বর্ন ও ১টি ব্রোঞ্জ পদক জিতেছিলো। ২০১৫ সালে সামোয়ায় অনুষ্ঠিত গেমসের পঞ্চম আসরে বাংলাদেশকে এই দুটি পদক উপহার দিয়েছিলেন তীরন্দাজরা। অথচ এবার গেমসে আরচারী ডিসিপ্লিন নেই। আরচারির পাশপাশি বাংলাদেশের আরেক সম্ভাবনাময় ডিসিপ্লিন শ্যুটিংও নেই। তাই গেমসে পদক ধরে রাখা কঠিনই বাংলাদেশের জন্য। তারপরও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) সাঁতার ও বক্সিং-এই দুই ডিসিপ্লিনে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এন্ট্রি চূড়ান্ত হয়েছে। বিওএ‘র তালিকা অনুযায়ি সাঁতারে যাবেন আরিফুল ইসলাম ও ডথুই প্রু মারমা এবং বক্সার আজহারুল ইসলাম ও ফারজানা। চারজনই বিকেএসপির ছাত্র। সাঁতারু আরিফুল ইসলাম খেলবেন ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। ডথুই মারমার ইভেন্ট ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইল। কোরিয়ান কোচ পার্ক তেগুনের অধীনে মিরপুর সুইমিং কমপ্লেক্সে সকাল-বিকেল অনুশীলন করছেন দুই সাঁতারু। গত শুক্রবার ছুটি নিয়ে দেশে গেছেন কোরিয়ান কোচ। এখন আরিফ আর ডথুই অনুশীলন করছেন স্থানীয় কোচের অধীনে।
সাঁতারু আরিফুলের জন্য এটি যুব কমনওয়েলথ গেমসে দ্বিতীয়বার অংশ গ্রহন। ২০১৫ সালে সামোয়াতেও অংশ নিয়েছিলেন তিনি। আরিফ অবশ্য লাইমটাইটে এসেছেন গত বছর শ্রীলংকায় সাউথ এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণ জিতে। গত মাসে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইসলামী সলিডারিটি গেমসেও অংশ নিয়েছেন তিনি। ‘বাকুতে আমি ভালো করতে পারিনি। আমি একটু অসুস্থ ছিলাম। এখন প্রাকটিস ভালো হচ্ছে। আশা করি বাহামায় আগের চেয়ে ভালো করবো’ বলেছেন আরিফুল ইসলাম।টাইমিং উন্নতি করার প্রতিশ্রুতি দিলেন নারী সাঁতারু ডথুই প্রু মারমাও। গত বছর আরিফের সঙ্গে ডথুই প্রু মারমাও অংশ নিয়েছিলেন শ্রীলংকায় সাউথ এশিয়ান সাঁতার চ্যাম্পিয়নশিপে। ‘শ্রীলংকায় তেমন ভালো কিছু করতে পারিনি। এখন অনুশীলন ভালো হচ্ছে। সবার দোয়া চাচ্ছি যাতে বাহামায় ভালো টাইমিং করতে পারি’-বলছিলেন ডথুই প্রু মারমা।এদিকে বক্সার আজহারুল ইসলাম ৫২ কেজি ওজন শ্রেনীতে খেলবেন। ফারজানার ইভেন্ট ৫১ কেজি। দুই জনই বিকেএসপির ছাত্র-সেখানেই করছেন অনুশীলন। বাংলাদেশের এই চার ক্রীড়াবিদের সঙ্গে কোচ ও অফিসিয়াল হিসেবে বাহামা যাবেন আরো দুই জন। দুই ডিসিপ্লিনের কোচের সঙ্গে থাকবেন একজন দলনেতা। মোট ৭ সদস্যের দল বাহামা যাবে বলে বিওএ সূত্রে জানা গেছে।