১৯১ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে লড়ইয়ে নামে দক্ষিণ আফ্রিকা ও ভারত। হারলেই এবারের আসর থেকে বিদায় নিতে হবে। এমন এক সমীকরণকে সামনে রেখে রোববার ওভালে ভারতকে ১৯২ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪৪ দশমিক ২ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরটা দেখেশুনেই করেছিলেন আফ্রিকার ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতে আসে ৭৬ রান। ৩৫ রান করে ফিরে যান হাসিম আমলা। এবারের আসরে প্রথমবারের মতো সুযোগ পাওয়া রবিচন্দন অশ্বিন ফেরান তাকে। ব্যক্তিগত ৫৩ রান করে জাদেজার বলে সাজঘরে ফেরেন কুইনটন ডি কক। এরপর এবি ডিভিলিয়ার্স এবং ডেভিড মিলার আত্মহত্যার মিছিলে যোগ দেন। রান আউটের শিকার হন এই দুই ব্যাটসম্যান। ভিলিয়ার্স করেন ১৬ আর মিলার করেন ১ রান। ফাফ ডু প্লেসিস দলের হাল ধরার চেষ্টা করেন। তবে তিনিও ব্যক্তিগত ৩৬ রান করে হার্ডিক পান্ডিয়ার বলে বোল্ড হন। দ্রতই ফিরে যান ক্রিস মরিন ও অ্যান্ডলি ফেলুকওয়ে। দুজনেই বুমরার শিকারে পরিণত হন। রাবাদা এবং মর্নে মর্কেলের উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান ভুবি। শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হন ইমরান তাহির। ডুমিনি ২০ রানে অপরাজিত থাকেন।