শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

এশিয়ান ইউনিভার্সিটিতে বিদায় অনুষ্ঠান

সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সরকার ও রাজনীতি বিভাগ মাস্টার্স ৫৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকে যারা এশিয়ান ইউনিভার্সিটি থেকে শিক্ষা সমাপণ করে চলে যাচ্ছেন, তাদেরকে মনে রাখতে হবে শিক্ষার কোন শেষ নেই। মাস্টার্স শেষ হলে এমফিল এবং পিএইচডি শুরু করা দরকার। তিনি বলেন, কর্মক্ষেত্রে তোমরা তোমাদের মেধা, যোগ্যতা ও নৈতিকতার স্বাক্ষর রাখবে। তোমাদের সফলতায় এইউবি’র প্রচেষ্টা স্বার্থক হবে। 

সরকার ও রাজনীতি বিভাগের প্রধান শেখ আসিফ এস. মিজানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন এইউবি’র বোর্ড অব ট্রাস্টিজ এর অন্যতম সদস্য সালেহা সাদেক। সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা ও বিদায়ী শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ