স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ২০১৭-২০১৮ সালের বাজেট ঘোষণা

গত ৯ জুন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সভা কক্ষে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা ভিসি ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান। বাজেট সভায় শিক্ষকবৃন্দের উন্নয়ন ও স্থায়ী ক্যাম্পাসকে প্রাধান্য দিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ২০১৭-২০১৮ সালের বাজেট ঘোষণা করা হয়।
উক্ত বাজেটে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এ. কে. এম. এনামুল হক শামীম, মাহাবুব আলম জাকির, ড. ফারহানাজ ফিরোজ, রুমানা হক রিতাসহ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ, প্রোভিসি প্রফেসর ড. কে মউদুদ ইলাহী, রেজিস্ট্রার আব্দুল মতিন, ডিরেক্টর ফিন্যান্স মো. জহিরুল হক খান, চীফ একাউন্টস অফিসার শহীদুল ইসলাম, আইটি প্রধান মো: আনিসুর রহমান এবং সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ফারুক কবির উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।