শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

চট্টগ্রামের ভাটিয়ারীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৪৪তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম জেলার ভাটিয়ারীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪৪তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১১ জুন ২০১৭,  রোববার এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্জ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম, পরিচালক আলহাজ্জ আহামেদুল হক এবং পরিচালক আলহাজ্জ লিয়াকত আলী চৌধুরী। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ নাজিমুদ্দিন, মোঃ মোহসিন, মোঃ লোকমান, মোঃ শাহাব মিয়া, মোঃ নায়েম শাহ্, মোঃ বাবলুসহ স্থানীয় অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুল কাদের, প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সহ চট্টগ্রাম জোনের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। ভাটিয়ারী শাখার ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্জ খলিলুর রহমান চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ব্যাংক কর্তৃপক্ষকে নতুন শাখাটি উদ্বোধনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যেভাবে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখতে হবে। সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু বলেন, শুধু আর্থিক লাভের জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এ ব্যাংক। স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ভাটিয়ারী এলাকাবাসীকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা গ্রহণের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ