শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

যুক্তরাষ্ট্রের একাধিক শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ

১১ জুন, আলজাজিরা : যুক্তরাষ্ট্রের ডানপন্থি সংগঠন এসিটি’র উদ্যোগে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি রাজ্যের ২৮টি শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ বিক্ষোভে তারা মুসলিম আইন তথা শরীয়াহ্’র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। এই বিক্ষোভ কর্মসূচিটি এসিটি’র পুরো যুক্তরাষ্ট্র জুড়ে মুসলিম বিরোধী প্রচারণার একটি অংশ। এসিটির এরকম কার্যক্রমকে মানবাধিকার সংগঠন সমূহ ও নিরাপত্তা বাহিনী বেশ সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন পোভার্টি ল’সেন্টার (এসপিএলসি) এসিটি’কে উগ্রপন্থি ও মুসলিম বিরোধীদের সবচেয়ে বড় সংগঠন বলে অ্যাখ্যা দিয়েছে।
এসিটি’র এই বিক্ষোভ আয়োজনের প্রতিবাদে বেশ কিছু শহরে পাল্টা বিক্ষোভের আয়োজন করা হয়। ওয়াশিংটন ও সিয়াটল সহ কিছু শহরে দু’পক্ষের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ডালাসে বসবাসকারী সামাজিক ন্যায় বিচার কর্মী আলিয়া সালেম বলেন, মুসলিম বিরোধী বিদ্বেষ ডোনাল্ড ট্রাম্প সৃষ্টি করেননি,তার নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই এটি ছিলো। তবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তা অনেক বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ