শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

বন্দুকধারীর গুলীতে সাংবাদিক নিহত

১১ জুন, সিনহুয়া : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রবিবার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলীতে এক সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও ওই সাংবাদিকের অফিস থেকে এ কথা জানানো হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রদেশের হরিপুর জেলায় নিজের বাড়িতে ‘দ্য কে২ টাইমস’ পত্রিকার ব্যুরো চিফ বখশিশ আহমেদের ওপর হামলা করা হয়। এদিকে, ইসলামাবাদ ভিত্তিক পশতু ভাষার খাইবার টেলিভিশন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর সিনহুয়া’র।
তার অফিস থেকে বলা হয়েছে, বখশিশ অফিসে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। ইসলামাবাদ থেকে প্রায় ১শ কিলোমিটার উত্তরপশ্চিমে এ ঘটনা ঘটে।
ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়। কোন গোষ্ঠী বা সংগঠন এখনও এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
পুলিশ জানায়, তারা এই হামলার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। বিগত ১৫ বছরে পাকিস্তানে অন্তত ১১৭ সাংবাদিককে হত্যা করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ