মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

ইসরাইলী সাংবাদিককে ১ লাখ শেকেলস ক্ষতিপূরণের নির্দেশ

১১ জুন, ইসরাইল ন্যাশনাল নিউজ : ফেসবুকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে অপবাদ দেওয়ায় দেশটির সাংবাদিক ইগ্লাল সারনাকে ১ লাখ শেকেল ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে তেল আবিব ম্যাজিস্ট্রেট কোর্ট। গত বছর মার্চে ইসরায়েলি ওই সাংবাদিক নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে নিয়ে এক নোংরা পোস্ট দেয় ফেসবুকে। এরপর নেতানিয়াহু ও তা স্ত্রী আদালতে এ নিয়ে মামলা করেন। ক্ষতিপূরণের ৬০ হাজার শেকেল পাবেন নেতানিয়াহু ও ৪০ হাজার শেকেল পাবেন সারা। এছাড়া আরো ১৫ হাজার শেকেল মামলার খরচ হিসেবে নেতানিয়াহু ও সারাকে দিতে হবে সাংবাদিক ইগ্লাল সারনাকে।
আদালতে বিচারক আজারিয়া আলকালি বলেন, সাংবাদিক ইগ্লাল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তা স্ত্রীকে নিয়ে কল্পনাপ্রসূত যে নোংরা সমালোচনা করেছে তা তাদের সন্মানহানি করেছে। বাকস্বাধীনতার সুযোগ নিয়ে এধরনের সমালোচনা তাদের চরিত্রহানির সামিল এবং তা প্রমাণযোগ্য নয়।
আদালতের এ রায় সম্পর্কে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রশংসা করে বলেন,  শেষপর্যন্ত ন্যায়বিচার হয়েছে। তবে সাংবাদিক ইগ্লাল সারনা আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবেন। তিনি বলেছেন, নিশ্চুপ থাকার সংস্কৃতিতে আমার ওপর এধরনের রায় চাপিয়ে দেওয়া হয়েছে যা অন্ধকার যুগের সামিল।

অনলাইন আপডেট

আর্কাইভ