শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

গোমাংস ইস্যুতে ভারতের মেঘালয়ের বিজেপি ছাড়া নেতারা করলেন বিচি বিফ ফেস্ট

১ জুন, ইন্টারনেট : ধান থেকে তৈরি হওয়া দেশী বিয়ার, সঙ্গে গোমাংস। এই উপাদান দিয়ে ভারতের মেঘালয়ের তুরায় হয়ে গেল বিচি-বিফ ফেস্ট। আয়োজক গোমাংস ইস্যুতে দল ছাড়া দেশটির বিজেপি নেতারা।
গবাদি পশুর বধের ওপর ভারতের সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রতিবাদ স্বরূপ এই ফেস্টের আয়োজন করেন ৩ প্রাক্তন বিজেপি নেতা বার্নার্ড মারাক, বাচু মারাক ও উইলভার গ্রাহাম ডাংগো। দেশটির নরেন্দ্র মোদী সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে এই ফেস্ট করার ইচ্ছে প্রকাশ করেন তাঁরা। কিন্তু গোমাংসের কথা শুনে নেতারা না করে দেন। এরপরেই দল ছেড়েছেন এই তিন নেতা। তাঁদের বক্তব্য, গোমাংস মেঘালয়ের মানুষের খাদ্য, তার ওপর নিষেধাজ্ঞা আনা চলবে না।
এরপরেই তাঁরা করেন বিচি-বিফ ফেস্ট। বিচি হল ভাত পচিয়ে তৈরি বিয়ারের গারো শব্দ।
বিজেপি ছেড়ে বেরিয়ে আসা এই নেতাদের বক্তব্য, তাঁরা গারো খ্রিস্টান। তাঁদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস বদলানোর চেষ্টা যে কোনওভাবেই মেনে নেয়া হবে না, তা প্রমাণ করতে এই ফেস্টের আয়োজন। যাঁরা এতে যোগ দেন, তাঁরা বেশিরভাবই প্রাক্তন বিজেপি কর্মী, কেন্দ্রের গবাদি পশু সংক্রান্ত নিষেধাজ্ঞায় তাঁদের আপত্তি রয়েছে।
গোমাংস ইস্যুতে গারো পাহাড় এলাকার ৫০০০-এর ওপর বিজেপি কর্মী দল ছেড়েছেন। এই মুহূর্তে মেঘালয়ের ৬০ সদস্যের বিধানসভায় ২৪টি বিজেপির দখলে। কিন্তু আরও বহু নেতা-কর্মী হুমকি দিয়েছেন, আইন প্রত্যাহার করা না হলে দল ছাড়বেন।

অনলাইন আপডেট

আর্কাইভ