ঢাকা, শনিবার 20 April 2024, ০৭ বৈশাখ ১৪৩০, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে নওশাবা

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার। রাত ৯টা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের মোড়ে, আড়ংয়ের সামনে। এখানে দেখা গেল একদল পথশিশুর হাসিখুশি মুখ। তাদের হাতে রকমারী খেলনা। এগুলো কে দিয়েছে? জিজ্ঞেস করতেই একজনের দিকে হাত নির্দেশ করল। সামনে যিনি এলেন, তিনি অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ।

জানালেন, শুটিংয়ে ফাঁকে ফাঁকে সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করেন তিনি। এটা করছেন গত আট বছর ধরে। এতে তিনি আনন্দ পান।

নওশাবা বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করছি। বুধবার দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ জন সুবিধাবঞ্চিত শিশুকে ঢাকায় নিয়ে এসেছি। তাদেরকে ঢাকার বিভিন্ন জায়গা যেমন— চিড়িয়াখানা, শিশুপার্কসহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি। আরও কয়েকটি জায়গায় তাদের নিয়ে যাব। এরপর তাদেরকে পৌঁছে দেওয়া হবে নিজ নিজ ঠিকানায়।

এমন উদ্যোগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আনন্দ পাই। দেশের বিভিন্ন জায়গার শিশুরা নূন্যতম সুবিধা পায় না। তারা হয়তো কোনো দিন কল্পনাও করেনি ঢাকায় দর্শনীয় জায়গাগুলোতে বেড়াতে যাবে। আমি আমার স্বল্প সুযোগেই তাদের স্বপ্ন পূরণ করছি। তাদের জীবনের হয়তো পুরো অভাব দূর করার ক্ষমতা আমার নেই, কিন্তু তাদেরকে এই আনন্দটুকু তো দিতে পারছি।’

এ কাজ কত দিন চলবে? নওশাবা বলেন, ‘যতটুকু সামর্থ আছে, তা দিয়ে যতদিন পারি, এ কাজ আমি করে যাব।’-চ্যানেল আই

অনলাইন আপডেট

আর্কাইভ