রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

মধ্যপ্রাচ্য ঐক্যবদ্ধ থাকতে ট্রাম্পের আহ্বান

৭ জুন, বিবিসি/রয়টার্স : মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকটের মাঝে আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ঐক্য ফিরিয়ে আনতে সৌদী বাদশাকে এগিয়ে আসতে বলেন তিনি। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প জানিয়েছেন তিনি সন্ত্রাস মোকাবেলায় সবার ঐক্য চান। যারা সন্ত্রাসকে সমর্থন দেয় ও অর্থায়ন করে তাদের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন।’
তবে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগটি অস্বীকার করেছে কাতার। এই পরিস্থিতি প্রভাব ফেলেছে তেলের দামে, খাবার স্বল্পতার আশঙ্কাও করছেন অনেকে। কুয়েতের আমির দেশগুলোর মাঝে মধ্যস্থতার চেষ্টা করছে। আর তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছে কাতারকে আলাদা করে দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না।

অনলাইন আপডেট

আর্কাইভ