ঢাকা,সোমবার ৪ December 2023, ১৯ অগ্রহায়ণ ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

পাকিস্তানকে ৩৪২ রানের চ্যালেঞ্জ টাইগারদের

অনলাইন ডেস্ক:বার্মিংহামে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে আজ শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে ৩৪১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে  পাকিস্তানকে ৩৪২ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা।

তামিমের সেঞ্চুরির পাশাপাশি অর্ধশতক করেছেন ইমরুল কায়েস (৬১)।এর মাধ্যমে তিনি মূলত একাদশে ফেরার আওয়াজ দিয়ে রাখলেন। 

টসে জিতে আজ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা। দলীয় ২৭ রানের সময় ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে কিছুটা হোঁচট খায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশ নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে আসেন আরেক ওপেনার তামিম ও ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস।

দলীয় বড় সংগ্রহ গড়ার পথে সর্বোচ্চ ইনিংসটি এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। ৯৩ বলে ১০২ রানের চমৎকার ইনিংস খেলেন দেশসেরা এ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। এছাড়া মুশফিক ৪৬, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ২৬ এবং সাকিব আল হাসান ১৯ রানে আউট হয়েছেন।

বল হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জুনায়েদ খান, এছাড়া হাসান আলী ও সাদাব খান ২টি করে উইকেট পেয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ