শার্শায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
যশোরের শার্শায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। এরা হলো সৌহার্দ্য (৩) ও আফরোজা (৪)। শুক্রবার দুপুর ২ টার দিকে শার্শার ডিহি ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌহার্দ্য শার্শার পন্ডিতপুর গ্রামের সোহেলের ছেলে ও আফরোজা আমবটতলা ইসলামপুর গ্রামের আহম্মদ আলীর মেয়ে। শিশুরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বোন। নিহতের পরিবারের লোকজন জানায়, ওই দুই শিশু দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। কোন এক সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় তারা। থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। শার্শার গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।