সোনাইমুড়িতে মুক্তিযোদ্ধাদের মাঝে ভাতা বই বিতরণ
সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর সোনাইমুড়ীতে মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা হলরুমে ৭৬ জন মুক্তিযোদ্ধার মাঝে সম্মানী ভাতা বই বিতরণ করা হয়েছে। ভাতা বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল এ বই বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, অর্থ বিষয়ক স¤পাদক নূর নবী, ক্রীড়া স¤পাদক আবদুল গোফরান প্রমুখ।