শ্রীপুরে তিন কবির স্মরণ সভা
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভা অতুল প্রসাদ সেনের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়াম হল রুমে শ্রীপুর নবারুণ ক্লাবের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
নবারুণ ক্লাবের সভপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ এড. শেখ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে স্বরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার, ভারতের অগ্নিবীনা পত্রিকার সম্পাদক রবীন্দ্রনাথ মুখার্জী, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান প্রমুখ।