চাটমোহরে পুকুর খননকালে গুলী উদ্ধার
প্রকাশিত: মঙ্গলবার ১৬ মে ২০১৭ | প্রিন্ট সংস্করণ
পাবনা সংবাদদাতা: পাবনার চাটমোহরে পুকুর খননকালে শ্রমিকরা ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শনিবার দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বৃগুয়াখড়া গ্রামের আঃ জব্বারের ছেলে সুরুজ্জামানের পুকুর খননকালে এই গুলি পাওয়া যায়। পরে পুকুর মালিক সুরুজ্জামান গুলিগুলো থানায় জমা দেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) তরিদুল ইসলাম জানান, পুরাতন পুকুর খননকালে শ্রমিকরা ৪টি গুলি পায়। এগুলো থ্রি নট থ্রি রাইফেলের। ধারণা করা হচ্ছে গুলি ৪টি অনেক পুরাতন। মরচে পড়া। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।