ফুলবাড়ীয়ায় দরিদ্র পরিবারের উপর ১০ মাসে ৫ মামলা!
ফুলাবাড়ীয়া সংবাদদাতা : ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে স্থানীয় এক প্রভাবশালী বাদী হয়ে দরিদ্র পরিবারের উপর দশ মাসের ব্যবধানে একাধিক নাম ব্যবহার করে ৫ টি মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা দক্ষিণ পাড়া গ্রামের মৃত নেওয়াজ আলীর পুত্র মাসুম মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে একই গ্রামের মৃত সোনালী মন্ডলে পুত্র রফেজ উদ্দিন গংদের সাথে। প্রায় দু’বছর যাবত এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা ঘটনাটি সমাধানের লক্ষে একাধিক শালিস বৈঠক করেছেন। সর্বশেষ প্রায় আড়াই মাস পূর্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদারের উপস্থিতিতে ফুলতলা গ্রামে শালিস বৈঠক হয়। ইউপি সদস্য আঃ হালিম ও সাবেক ভাইস চেয়ারম্যান আঃ সালাম, ইউপি সদস্য সুলতানসহ ৫/৬ জনের একটি কমিটি করা হয়। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী দলিল মূলে মাসুদ মিয়া ও রেফাজ উদ্দিন গংদের জমি সার্ভেয়ার (স্থানীয় আমীন) মাধ্যমে মাপ যোগ দিয়ে সীমানা নির্ধারণ করে জমি বুঝিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন শালিসে উপস্থিত একাধিক ব্যক্তি।