উখিয়ায় বাল্যবিয়ে ঠেকিয়ে দিলেন ইউএনও
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা: উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের সহযোগীতায় রামুর সহকারি কমিশনার (ভূমি) মোঃ নিকারুজ্জামান খুনিয়াপালংস্থ কনের নানার বাড়ীতে অভিযান চালিয়ে নিশ্চিত বাল্য বিয়ে প্রতিহত করেছে। এসময় আটক করা হয়েছে কনের মামা ও বিয়ের ঘটক নুরুল হক (৫৫) কে। উখিয়া কেন্দ্রীয় ফেমাস সংসদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসক সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার রাজাপালং কাশিয়ার বিল গ্রামের জাফর আলমের কন্যা বাজেকাতুল জামান (১৬) রাজাপালং আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির খ শাখার ছাত্রীর সাথে রামু উপজেলার গোয়ালিয়াপালংয়ের ফয়েজ আহমদের ছেলে নুরুল আলমের বিয়ের দিন ছিল গতকাল সোমবার। দুপুর আড়াইটার দিকে বর পক্ষ কনে পক্ষের বাড়ীতে এসে কনেকে নিয়ে যাওয়ার আগ মুহুর্তে প্রশাসন বিয়ে বাড়ীতে হানা দেয়। এসময় কনের পিতা পালিয়ে যাওয়াতে কনের মামা ও বিয়ের ঘটককে আটক করে পুলিশ। পরে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে কনের মায়ের কাছ থেকে মুছলেখা নিয়ে কনেকে মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।