মিরসরাইয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের মিরসরাইয়ে গোলাম মোস্তফা নামে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম নুর মোহাম্মদ প্রকাশ করাচিওয়ালা (৪২)। মমঙ্গলবার (৯ মে) বিকেলে মিরসরাই-ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তি শুভপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, মোস্তফা হত্যাকান্ডের তার স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদি হয়ে সোমবার (৮মে) সন্ধ্যায় থানায় একটি হত্যা মামলা (নং-১৪) দায়ের করেন। মামলায় করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার মৃত হাসেম মেস্ত্রীর ছেলে নাছির উদ্দিন (৩০) ও একই এলাকার মৃত সোলতান আহম্মদের ছেলে নুর মোহাম্মদ প্রকাশ করাচিওয়ালা (৪২) নাম উল্লেখ করে অজ্ঞাত ৩জনের নামে মামলা করেছেন।
মামলা দায়েরর পর থেকে ওসির নেরতৃত্বে পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। মঙ্গলবার বিকেলে খবর আসে আসামী নুর মোহাম্মদ সীমান্ত দিয়ে পার্শ্ববতি দেশ ভারতে চলে যাচ্ছেন। এমন খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে শুভপুর এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।