রোমার মাঠে হেরে অপেক্ষায় জুভেন্টাস
আপডেট: ১৭ মে ২০১৭ - ১৩:২৮ | প্রকাশিত: মঙ্গলবার ১৬ মে ২০১৭ | প্রিন্ট সংস্করণ
শিরোপা জয়ের হাতছানিতে মাঠে নামা জুভেন্টাস হারের হতাশায় বাড়ি ফিরেছে। শিরোপা লড়াইয়ে থাকা রোমার মাঠে ৩-১ গোলে হেরে গেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। রোববার রাতের এই জয়ে ইতালির শীর্ষ লিগ সেরি আয় রোমার শিরোপা সম্ভাবনা ক্ষীণ হলেও বেঁচে রইলো। ৩৬ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৮৫। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রাজধানীর দল রোমা। প্রতিপক্ষের মাঠে ২১তম মিনিটে গনসালো হিগুয়াইনের পাস পেয়ে মারিও লেমিনা কাছ থেকে বল জালে পাঠালে এগিয়ে যায় জুভেন্টাস।