প্রদর্শনীতে ১১ কোটি বছরের পুরনো ডাইনোসর ফসিল
১৫ মে, ডেইলি মেইল : প্রায় অক্ষত অবস্থায় পাওয়া একটি ডাইনোসরের জীবাশ্ম বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট বিস্ময় ও উৎসাহের সৃষ্টি করেছে। ১১ কোটি বছরের পুরনো এই ফসিল একটি নডোসর প্রজাতির ডাইনোসরের। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন, ‘চতুষ্পদ ট্যাঙ্ক’। ২০১১ সালের ২১ মার্চ কানাডার উত্তর অ্যালবার্টার ফোর্ট ম্যাকমারের কাছে মিলেনিয়াম খনির কাছে এক খনিশ্রমিক এই জীবাশ্ম খুঁজে পান। পরে তা রয়্যাল টাইরেল মিউজিয়ামের পুরাজীবতত্ত্ব বিভাগে দেওয়া হয়। গত ৬ বছর ধরে মিউজিয়ামের বিজ্ঞানীরা ফসিল উদ্ধার করায় নিয়োজিত ছিলেন। প্রায় ৭ হাজার ঘণ্টা পরিশ্রমের পর ফসিলের গবেষণা শেষে তা প্রদর্শনীর কাজে প্রস্তুত বলে ঘোষণা করেন কর্তৃপক্ষ। এই ফসিল নডোসরের নতুন এক প্রজাতির। এই নডোসরটি ক্রেটেশিয়াস যুগের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ ১১ থেকে ১১ কোটি ২ লাখ বছর আগে জীবিত ছিল।