সেনাবাহিনীর একাংশের বিদ্রোহ দমনে আইভরি কোস্টে অভিযান
১৫ মে, বিবিসি/রয়টার্স : আইভরি কোস্টে সেনাবাহিনীর একাংশের ব্রিদোহী দমন করতে অভিযান শুরু হয়েছে। সেনা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার বিদ্রোহী সেনারা বেশকিছু শহরের বিভিন্ন রাস্তা নিজেদের দখলে নেয়। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বুয়াকাকে অচল করে দেয় তারা। বিদ্রোহীরা ঘোষণা দেয়, সেনাবাহিনীর সঙ্গে লড়তে প্রস্তুত তারা। সে সময় তাদের গুলীতে ৬ জন আহতও হয়।
রোববার ওই বিদ্রোহ দমনে সামিরক অভিযানের ঘোষণা দেয় আইভরি কোস্ট। এরপর থেকেই মূল সেনাবাহিনী রাস্তায় নামতে শুরু করে। দেশটির সেনাপ্রধান জেনারেল সিকো তুরে দাবি করেন, অনেক বিদ্রোহী সেনা তার ডাকে আত্মসমর্পন করেছে। তবে এখনও অনেকে বিদ্রোহ থামাতে অস্বীকৃতি জানিয়েছে। সে কারণেই ওই সেনা অভিযান। বার্তা সংস্থা তাদের এক প্রতিবেদনে বুয়াকায় অভিযান শুরুর খবর দিয়েছে।
এর আগে জানুয়ারিতে বিদ্রোহী সেনারা সরকারকে তাদের পাওনা বোনাসের একাংশ দিতে বাধ্য করেছিলো। চলতি বছর জানুয়ারিতে সরকার সে সময় তাদের ৮ হাজার ডলার পাওনা পরিশোধ করে। এ মাসের মধ্যে তাদের আরও পাওনা পরিশোধের কথা ছিল।