শেষ হল সংসদের পঞ্চদশ অধিবেশন

অনলাইন ডেস্ক: শেষ হল সংসদের পঞ্চদশ অধিবেশন; সংক্ষিপ্ত এই অধিবেশনের মোট কার্যদিবস ছিল পাঁচটি।
গত ২ মে শুরু হয় এ অধিবেশন। ওই অধিবেশন শুরুর আগে কার্য-উপদেষ্টা কমিটি ৯ মে পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিলেও একদিন আগেই তা শেষ করা হল।
সোমবার রাতে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
সমাপনী বক্তব্যে স্পিকার শিরীন শারমিন সংসদ পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এবারের অধিবেশনে মোট বিল পাস হয়েছে দুইটি।
কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ১৫১টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে নয়টি গৃহীত এবং গৃহীত নোটিশের মধ্যে তিনটি সংসদে আলোচিত হয়। ৭১ এর ক বিধিতে ৪৫টি নোটিশ আলোচনা হয়।
অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৫৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য ৮৪৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে মন্ত্রীরা জবাব দেন ৩২৯টির।
এছাড়া অধিবেশনে গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য আইন করার একটি প্রস্তাব সংসদে গৃহীত হয়েছে।-বিডিনিউজ