নীলফামারীতে নতুন জেলা প্রশাসক খালেদ রহিম
আপডেট: ০৭ মে ২০১৭ - ০০:৪০ | প্রকাশিত: রবিবার ০৭ মে ২০১৭ | প্রিন্ট সংস্করণ
নীলফামারী সংবাদদাতা : ২৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। নতুন জেলায় বর্তমানে ডিসি পদে কর্মরত ছয়জনকে বদলী করা হয়েছে।
১৮ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে নতুনভাবে ডিসি পদে নিয়োগ দেয়া হয়েছে। নীলফামারীতে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব খালেদ রহিম। বর্তমানে নীলফামারীতে কর্মরত জেলা প্রশাসক জাকির হোসেনকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে রাজশাহীতে বদলী করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একাধিক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।