চট্টগ্র্রামে র্যালি ও আলোচনা সভায় বক্তারা শব্দদূষণ রোধে সবার আগে দরকার সচেতনতা
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে প্ররিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের উদ্যোগে গত বুধবার পরিবেশ ভবন হতে ফ’য়স লেক প্রর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। প্রাশাপাশি শব্দ দূষণ রোধ কল্পে ফয়েস লেকের সামনে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোঃ মাসুদ করিম এবং সার্বিক সহযোগিতা করেন কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহিদুর রহমান এবং উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা। র্যালি এবং আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারীর পাশাপাশি সাধারণ জনগণও অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, শব্দদূষণ রোধে সচেতনতা জরুরি এবং এ ব্যাপারে সকলকে এক সাথে কাজ করতে হবে । প্রেস বিজ্ঞপ্তি।