আগৈলঝাড়ায় গণগবেষণা রিফ্লেকশন সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় গণ গবেষণা রিফ্লেকশন সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গত বুধবার সকালে জেলা পরিষদ ডাকবাংলো হল রুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে স্থানীয় গণ গবেষক বৃন্দদের নিয়ে গণ গবেষণা রিফ্লেকশন সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণ গবেষণা ইউনিটের ঢাকা কেন্দ্রীয় সমন্বয়কারী মাহমুদুর হাসান রাসেল, বরিশাল জেলা পরিষদের সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, শিক্ষাবিদ ও গবেষক মহাদেব বসু, নারী নেত্রী সেলিনা বেগম, সুমা কর, শিক্ষিকা আভা মুখার্জী, ইউপি সদস্য বিমল অধিকারী, গণ গবেষণা সমবায় সমিতির প্রতিনিধি জেসমিন আক্তার, আকলিমা, নাদিয়া, রিয়া, শুভ্রা সরকার, শতাব্দী, তন্ময় ও হালিম বেপারী প্রমুখ।