শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ম্যাটস শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ

জয়পুরহাট সংবাদদাতা: দেশের সকল ম্যাটস শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র বোর্ড গঠন করা, ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চত করা, ইন্টার্নশীপে ভাতা প্রদান সহ ৪দফা দাবী বাস্তবায়ন এবং গত ২৬ এপ্রিল ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী চলাকালে দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটে মৌন মিছিল ও আলোচনা সভা করেছে ম্যাটস শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্ট এলাকা থেকে মুখে কালো কাপড় বেঁধে ম্যাটস শিক্ষার্থীরা মৌন মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মৌন মিছিল শহরের বৈরাগীর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ, সাধারন সম্পাদক মেহেদী হাসান, ছাত্র উপদেষ্টা সাগর হোসেন, বিদ্যুৎ সরকার, আবু সালাম প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ