এন.ইউ’র ৩য় বর্ষ অনার্স পরীক্ষা আজ থেকে শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৬ সালের ৩য় বর্ষ অনার্র্র্স (শুধুমাত্র নিয়মিত) পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হবে। সারাদেশের ৫৭১টি কলেজের ২০০টি কেন্দ্রে সর্বমোট ১,৩৭,৮২২ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ পরীক্ষা ৬/৫/১৭ থেকে ২৫/৫/১৭ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে এবং পবিত্র মাহে রমজান মাসে ২৯/৫/১৭ থেকে পরবর্তী পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।