যশোরে গরুর গাড়িতে বজ্রপাতে গাড়োয়ান নিহত
প্রকাশিত: শনিবার ০৬ মে ২০১৭ | প্রিন্ট সংস্করণ
বিডিনিউজ : যশোরের ঝিকরগাছা উপজেলায় গরুর গাড়ির ওপর বজ্রপাতে গাড়োয়ানের মৃত্যু হয়েছে; মারা গেছে গাড়িটানা দুটি বলদও। নিহত ইউনুস আলী (৪৭) উপজেলার হাজিরবাগ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
তিনি বলেন, ইউনুস মাঠ থেকে গরুর গাড়িতে করে ধান নিয়ে আসার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সঙ্গে তার গাড়িটানা দুটি বলদও মারা যায় বলে তিনি জানান।