বৃহস্পতিবার ৩০ নবেম্বর ২০২৩
Online Edition

অডিটর পদে পদোন্নতির পরীক্ষা নিতে বাধা নাই

স্টাফ রিপোর্টার : পাঁচ হাজার অডিটরকে স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি না দিয়ে বিভাগীয় পরীক্ষা বেধৈতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৫ মে অনষ্ঠিতব্য পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষা নিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল বুধবার রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।
জনস্বার্থে গত মঙ্গলবার পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়র্  রিট আবেদনটি করেন আইনজীবী তনয় কুমার সাহা। রিটে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি), জনপ্রশাসন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
আইনজীবী তনয় কুমার সাহা জানান, এর আগে আদালত এক রায়ে অডিটরদের পদোন্নতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। আদালত বলেছেন, পরীক্ষা ছাড়া পদোন্নতি দিতে হবে এমন কোনো কিছু রায়ে ছিল না। তাই রিটটি সরাসরি খারিজ (সামারালি রিজেক্ট) করে দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ